কলারোয়া প্রতিনিধি: জাতীয় উন্নয়ন মেলা উপলক্ষ্যে অতিরিক্ত সচিব রওনক মাহমুদ কলারোয়া পরিদর্শন করেছেন।
বুধবার সকাল ১০টার দিকে কলারোয়ায় আগমন করেন তিনি।
কলারোয়ায় পৌছে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস রুমে উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হুসাইন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল হামিদ, উপজেলা কৃষি অফিসার মহাসিন আলী, উপজেলা সমাজসেবা অফিসার শেখ ফারুক হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সন্দিপ রায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাঃ কামরুল ইসলাম, ডাঃ মেহেরুল্লাহসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
এসময় জাতীয় উন্নয়ন মেলা সফলভাবে সম্পন্ন করাসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন অতিরিক্ত সচিব রওনক মাহমুদ।