Spread the love
কলারোয়া প্রতিনিধি: মঙ্গলবার কলারোয়া ইউসিসিএ লিঃ (বিআরডিবিভূক্ত) এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন-২০১৮ এ সভাপতি পদে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন চেয়ার প্রতীকের মশিয়ার রহমান বাবু। প্রাপ্ত ভোট ১৪৫। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বি প্রার্থী মই প্রতীকের আব্দুল আহাদ পেয়েছেন ৮৩ ভোট।  সূত্র জানায়,   ইউসিসিএ লিঃ এর ব্যবস্থাপনা কমিটির এ নির্বাচনে ১২ টি পদের মধ্যে নির্বাচন হয় ৮ টি পদে। অপর ৪টি পদ সরকারিভাবে মনোনীত হয়ে থাকে। এই ৮ টি পদের মধ্যে মঙ্গলবার নির্বাচন হয়েছে ৪ টি পদে। এর মধ্যে  ১টি সভাপতি পদ ও ৩টি সদস্য পদ। সূত্র আরও জানায়, উপজেলায় ইউসিসিএ লিঃ এর আওতায় ৬টি ব্লক। প্রতিটি ব্লক থেকে একজন করে সদস্য ওই ব্লকের ভোটারদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকেন। এই ব্লকভিত্তিক সদস্য নির্বাচনী এলাকার ১, ৩ ও ৪ নং ব্লকের সদস্য এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন।  সেই হিসেবে ব্লকভিত্তিক নির্বাচন হয়েছে ২, ৫ ও ৬ নং ব্লকের সদস্য পদে। আর ৬ ব্লকের ২৩১ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ২২৮ জন। ইউসিসিএ লিঃ এর ব্যবস্থাপনা কমিটির এ নির্বাচনে সহ-সভাপতি পদে আবুল কাশেম বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি নির্বাচিত হন। এ নির্বাচন কমিটির সভাপতি ও উপজেলা সমবায় অফিসার মোঃ নওশের আলী স্বাক্ষরিত ফলাফলপত্র অনুযায়ী, ব্লক সদস্য নির্বাচিত হয়েছেন ২ নং ব্লকে আতাউর রহমান, ৫ নং ব্লকে নাছিমা বেগম ও ৬ নং ব্লকে হাসিনা খাতুন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত  ব্লক সদস্যরা হলেন: ১ নং ব্লকে নজরুল ইসলাম, ৩ নং ব্লকে আলি বক্স গাজী ও ৪ নং ব্লকে মশিউর রহমান। মঙ্গলবার সকাল ১০ টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪ টা পর্যন্ত চলা এ নির্বাচনের ভোটগ্রহণ কঠোর নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। নির্বাচনের দায়িত্ব পালনকারী অপর ২ সদস্য হলেন জামির হোসেন ও রাশেদুল ইসলাম। এদিকে, ফলাফল ঘোষণার পর পরই মশিয়ার রহমান বাবুকে বিজয় মালা পরিয়ে উপজেলা আওয়ামী  লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টুর নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের করা হয়। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যানের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সভায় আ.লীগের সাধারণ সম্পাদক মশিয়ার রহমানকে ভোট দেয়ায় ভোটারসহ দলীয় নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।