Spread the love

এসভি ডেস্ক: প্ররতারণা ও দুর্নীতির দায়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) নিরাপত্তা শাখার এক কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকৃত ওই কনস্টেবলের নাম আসাদুজ্জামান বলে জানা গেছে।

মঙ্গলবার (২ অক্টোবর) তাকে বরখাস্ত করা হয়।

বরখাস্তের বিষয়টি ব্রেকিংনিউজ.কম.বিডিকে নিশ্চিত করেছন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য।

দুদক সূত্রে জানা যায়, ওই কনস্টেবলের বিরুদ্ধে নিজেকে দুদকের পরিদর্শক পরিচয় দিয়ে একটি বেসরকারি প্রতিষ্ঠানকে ভ্যাট সংক্রান্ত মামলার বিষয়ে ভয় দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ আসে। মোট তিন দফায় রাজধানীর একটি রেস্টুরেন্ট এবং রমনা পার্কে এ অর্থ নেওয়া হয়, যা দুদকের গোয়েন্দা কার্যক্রমে বেরিয়ে আসে।

ওই অর্থের পরিমাণ ১০ লাখ টাকারও বেশি বলে দুদক সূত্রে জানা গেছে। অভিযোগ পেয়ে তাৎক্ষণিক তদন্তে এর সত্যতা প্রমাণিত হলে আসাদুজ্জামানকে দুদকের চাকরি থেকে বরখাস্ত করা হয়।