March 8, 2021, 9:17 am
এসভি ডেস্ক: বেনাপোল পোর্ট থানার বারোপোতা ও গাতিপাড়া গ্রামের মাঠের মধ্যে পৃথক অভিযান চালিয়ে ৭৫ লাখ টাকা মূল্য মানের ভারতীয় শাড়ি, ওষুধ ও আতশবাজি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এ সময় কোনো চোরাকারবারিকে আটক করতে পারেনি তারা।
বেনাপোল বিজিবি কোম্পানি সদরের কমান্ডার সুবেদার মনিরুজ্জামান জানান, গোপন সংবাদে জানতে পারি চোরাকারবারীরা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, ওষুধ ও আতশবাজি ভারত থেকে পাচার করে এনে সীমান্তের বারোপোতা ও গাতিপাড়ার মাঠের মধ্যে মজুদ করছে।
এ সংবাদের ভিত্তিতে সুবেদার মনিরুজ্জামান, বিআইপি এফএস নায়েক নূরুল ইসলাম, নায়েক ওয়াদুদ সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ৭৫ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ করে।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক বিভিন্ন প্রকারের শাড়ি, ওষুধ ও আতশবাজি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। উদ্ধারকৃত মালামাল বেনাপোল কাস্টমসের আটক শাখায় জমা করা হয়েছে বলেও জানান তিনি।
All rights reserved © Satkhira Vision