এসভি ডেস্ক: বর্তমানে বেকার ১২ লাখ যুবক প্রতি মাসে মাসিক ভাতা পাবেন। তারা যত দিন কোনো কর্মসংস্থানের ব্যবস্থা না করতে পারবেন ততদিন তাদের দেয়া হবে এই বিশেষ ভাতা দেয়া হবে।
প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, প্রতি মাসের প্রথম সপ্তাহে বেকারদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা পাঠিয়ে দেয়া হবে। প্রতি মাসে বেকাররা পাবেন এক হাজার টাকা করে।
ভারতের অন্ধ্রপ্রদেশে মঙ্গলবার (২ অক্টোবর) থেকে এই ভাতা চালু করা হচ্ছে।
স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, এই বিশেষ ভাতা প্রকল্পে সরকারের ব্যয় হবে ১ হাজার ২০০ কোটি টাকা। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী যুবা নেস্তম স্কিম নামের প্রকল্প থেকে এই ভাতা দেয়া হবে।