March 9, 2021, 6:36 am
এসভি ডেস্ক: এক সংক্ষিপ্ত সফরে পশ্চিম সুন্দরবন বেড়িয়ে গেলেন বাংলাদেশ পুলিশ বাহিনীর প্রধান (আইজিপি) ড. জাবেদ পাটোয়ারী।
শুক্রবার সকাল ৯টায় সাতক্ষীরা থেকে সড়কপথে সারসরি সুন্দরবন সংলগ্ন মুন্সিগঞ্জে সুশীলন অবকাশ কেন্দ্রে পৌছান। সেখান থেকে সুন্দরবন বন বিভাগের পরিচালনাধীন কলাগাছিয়া বিনোদন কেন্দ্র সফর করেন এবং অপরূপ সুন্দরবনের প্রাকৃতিক নৈসর্গিক দৃশ্যাবলী অবলোকন করেন। তিনি দুপুরে যাত্রা বিরতিতে মুন্সিগঞ্জ অবকাশ কেন্দ্রে মধ্যাহ্নভোজ শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হন।
শ্যামনগর থানা পুলিশের সার্বিক আয়োজনে আইজিপি ড. জাবেদ পাটোয়ারীর সফর সঙ্গী ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি দিদার আহম্মেদ, সাতক্ষীরা পুলিশ সুপার সাজ্জাদুর রহমান এবং যশোর, চুয়াডাঙ্গা, নড়াইল, বাগেরহাট ও মাগুরা জেলার পুলিশ সুপারগণসহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ।
স্বাধীনতার পরে বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ কর্তাব্যক্তি এই প্রথম শ্যামনগর সফরকরে গেলেন। শ্যামনগর থানার ওসি ইলিয়াস হোসেন জানান, পুলিশ মহা পরিদর্শকের আগমন উপলক্ষে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
All rights reserved © Satkhira Vision