বিশেষ প্রতিনিধি: ১৮৫ পিছ ইয়াবা বড়িসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে সাতক্ষীরা থানা পুলিশ।
বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা থানার এস আই মনির হোসেন সংগীয় ফোর্স নিয়ে শহরের পুরাতন সাতক্ষীরার ছয়আনির মোড় এলাকা হতে তাদের কে আটক করেন।
আটকৃতরা হলেন, সাতক্ষীরা সদরের কুখরালি বল্ড এলাকার মোসলেম সরদারের ছেলে জাকির হোসেন(৩০) ও আশাশুনির কল্যাণপুর এলাকার মিনহাজ উদ্দীনের ছেলে রফিকুল ইসলাম(৩৫)।
সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হবে।