নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা শহরের ‘সাতক্ষীরা বুক হাউজ’ থেকে ২০১৯ শিক্ষা বর্ষের ৬ষ্ঠ শ্রেণির সরকারী ৪৮০ পিস বিজ্ঞান বই উদ্ধার করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট।
সাতক্ষীরা বুক হাউজে স্কুল, কলেজ ও বিভিন্ন গল্প উপন্যাসের সাথে ষষ্ঠ শ্রেণির কিছু সরকারি বই মজুদ রাখা হয়েছে ও বিক্রয় হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বিকালে বর্তমান দায়িত্বরত সাতক্ষীরা জেলা প্রশাসক ইফতেখার হোসেনের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বজল মোল্লা ও আমিনুল ইসলাম সাতক্ষীরা বুক হাউজে অভিযান চালিয়ে ওই বইগুলো উদ্ধার করেন।
তবে ‘সাতক্ষীরা বুক হাউজ’ এর মালিক পক্ষ থেকে বলা হয়েছে , ঢাকা গোমতী প্রিন্টার্স এর ম্যানেজার শাহ্ আলম বিজ্ঞান বই সাপ্লাইয়ের টেন্ডার পাওয়ায় তারা সাতক্ষীরা বুক হাউজে কিছু বই রেখে গেছেন।
সাতক্ষীরা জেলা শিক্ষা কর্মকর্তা আবদুল্লাহ-আল-মামুন বই উদ্ধারের ঘটনা নিশ্চিত করে বলেন , বই গুলি বর্তমানে জেলা শিক্ষা অফিসে রাখা হয়েছে। ঘটনা যাচাই বাছাই এর পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।