এসভি ডেস্ক: প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে আসা ত্রাণ নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিতরণ করেছেন সাতক্ষীরা ৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার।
বৃহস্পতিবার সকাল ১০টায় বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের আয়োজনে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল এর সভাপতিত্বে পরিষদ চত্বরে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুজন সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেলিম খান, আটুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কামরুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান।
ত্রাণ বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে এস এম জগলুল হায়দার এমপি বলেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনার সরকার বাংলাদেশ খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করেছে। দেশের মানুষ না খেয়ে থাকবে না। আপনারা প্রধান মন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। আগামী নির্বাচনে আবারও নৌকায় ভোট দেবেন।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে ৫১জন হতদরিদ্রের মধ্যে মাথা পিছু চাউল ৫ কেজি, তেল ১ কেজি, চিনি ১ কেজি, ডাউল ১ কেজি, লবণ ১ কেজি, মুড়ি ১ প্যাকেট, টোস্ট-১ প্যাকেট, মোমবাতি ১ বক্স ও ম্যাচ ১ বক্স বিতরণ করা হয়।
এসময় সংশ্লিষ্ট ইউপি সদস্য/সদস্যা, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/comsatkhira/public_html/wp-includes/functions.php on line 5664caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/comsatkhira/public_html/wp-includes/functions.php on line 5664