বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরা সদরের বাঁশদহা ইউনিয়নের টেংরা গ্রামের এক অসহায় কৃষক পরিবারের ৫০ বছরের প্রবেশ পথে পাকা পিলার পুঁতে বাড়িতে ও মসজিদের প্রবেশ পথ বন্ধ করে দিয়েছে একাধিক নাশকতা মামলার আসামী শিবরের ক্যাডার ও তার পরিবারের সদস্যরা। ফলে দৈননন্দিন যাতায়াত চরমভাবে ভোগান্তির শিকার হচ্ছে ওই পরিবারটি। বিভিন্ন মহলে আকুতি মিনতি করেও তারা এর কোন সুরাহা পাচ্ছে না।
কৃষক পরিবারের সদস্য জিয়াউর রহমান অভিযোগ করে বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে গত ৪ সেপ্টেম্বরে আমার ভাইঝি অসুস্থতার কারণে সাতক্ষীরায় ছিলাম। ওই দিন আমরা কেউ বাড়ি না থাকার সুযোগে আমার প্রতিবেশী মৃত জামাল উদ্দীনের ছেলে আব্দুল আজিজ, ইব্রাহিম হোসেনের ছেলে ইসমাইল হোসেন ও ইয়াকুব হোসেন, আতিয়ার রহমানের ছেলে রেজাউল হোসেন ও আমিনুর রহমান আমাদের প্রবেশপথ বন্ধ করে দেয়। এরপর মেম্বরকে বলেছি, যুবলীগের সহ-সভাপতিকে বলেছি, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতিকে বলেছি, ইউপি চেয়ারম্যানকে বলেছি। তারা আমার প্রতিবেশীদের সাথে কথা বলেছে তবুও তারা পিলার উঠায় নি।
এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানা যুবলীগের সহ-সভাপতি আসাদুজ্জামান মিন্টু ও ইউপি সদস্য মহাসিন আলি বলেন, বিষয়টি নিয়ে একাধিকবার শালিশ করা হয়েছে। আমরা পিলার উঠানোর জন্য তাদের বারবার নিষেধ করেছি কিন্তু একাধিক নাশকতা মামলার আসামী ইয়াকুব হোসেন ও তার পরিবার বারবার শালিশ অমান্য করেছে। তারা আমাদের কথায় কোনরুপ কর্ণপাত করছে না।
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/comsatkhira/public_html/wp-includes/functions.php on line 5664caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/comsatkhira/public_html/wp-includes/functions.php on line 5664