Spread the love

বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা ইউনিয়নের ০১নং ওয়ার্ডে ঘোনা পশ্চিমপাড়া দারুস সালাম  জামে মসজিদ উন্নয়নের অংশ হিসেবে মসজিদের ভিতরের দেয়ালে টাইলস বসানোর কাজ শুরু করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে  মসজিদের ভিতরের  টাইলস বসানো কাজের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন  মসজিদের ইমাম মৌলবী আব্দুল গফুর, সভাপতি  মাঃ আলাউদ্দীন, সহ-সভাপতি মাষ্টার তৌহিদুর রহমান, সেক্রেটারি ফজলুর রহমান, ক্যাশিয়ার মাষ্টার  শাহাজান কবীর, সাংবাদিক আলমগীর কবীর,
মাওঃজাকিরুল ইসলাম,আব্দুল আহাদ,হাফেজ ফরিদউদ্দীন, জিয়ারাতুল ইসলাম, জামালউদ্দীন গাজীসহ মসজিদ কমিটির সদস্যবৃন্দ, মসজিদ যুব কমিটির সদস্যবৃন্দ এবং মসজিদের  স্হানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গ ।