নিজস্ব প্রতিনিধি: সড়ক দুর্ঘটনায় আহত দৈনিক সাতক্ষীরার সম্পাদক, দীপালোক একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক , ৭১ টিভি’ জেলা প্রতিনিধি, ডেইলি বাংলাদেশের সাতক্ষীরা প্রতিনিধি ও দৈনিক মাতৃছায়ার স্টাফ রিপোর্টার বরুণ ব্যানার্জীকে দেখতে গেলেন সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
সোমবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের সি বি হসপিটালে বরুণ ব্যানার্জী দেখতে যান তিনি। এ সময় সড়ক দুর্ঘটনায় আহত বরুণ ব্যানার্জীর শারীরিক খোঁজ-খবর নেন এবং তার দ্রুত সুস্থ্যতা কামনা করেন। গত কয়েকদিন যাবৎ সড়ক দুর্ঘটনায় আহত হয়ে বরুণ ব্যানার্জী সি বি হসপিটালে চিকিৎসা নিচ্ছেন ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি কল্যান ব্যাণার্জি, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি এড. তামিম আহমেদ সোহাগসহ দলীয় নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ।