March 2, 2021, 6:55 am
কলারোয়া প্রতিনিধি: কলারোয়া-১ পল্লী বিদ্যুতের সাবস্টেশনটি ১৫ থেকে ২৫ মেগাওয়াটে উন্নীত হয়েছে। শুক্রবার আনাুষ্ঠানিকভাবে এ পাওয়ার ট্রান্সফরমার উদ্বোধন করা হয়। এরফলে কলারোয়ার ৬৫ হাজার গ্রাহক তথা ২ লক্ষাধিক জনগণ এখন থেকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা ভোগ করবেন বলে আশা করা হচ্ছে। ২ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ পাওয়ার ট্রান্সফরমার চালু হওয়ার মধ্য দিয়ে এ জনপদের মানুষ পরিপূর্ণ বিদ্যুৎ সেবা পাবেন।
কলারোয়া পৌরসভার গোপীনাথপুরে (কলারোয়া-১ সাবস্টেশন) এ পাওয়ার ট্রান্সফরমার উদ্বোধনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডের যশোর জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল হামিদ, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি সাংবাদিক সাইফুল্লাহ আজাদ, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির ভারপ্রাপ্ত জেনারেল ম্যানেজার আবু আশরাফ মোহাম্মদ সালেহ, পল্লী বিদ্যুতের ঝাউডাঙ্গা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার জিয়াউর রহমান, ডেপুটি জেনারেল ম্যানেজার (কারিগরি) গোবিন্দ আগরওয়ালা, পল্লী বিদ্যুতায়ন বোর্ড, খুলনার নির্বাহী প্রকৌশলী আজিজুস সালাম, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম (প্রশাসন) রাশেদুল ইসলাম,
ঝাউডাঙ্গা জোনাল অফিসের এজিএম ওএন্ডএম স্বপন কুমার পাল, কলারোয়া সাব জোনাল অফিসের এজিএম ওএন্ডএম আবু বক্কার সিদ্দিক, পল্লী বিদ্যুতায়ন বোর্ড, সাতক্ষীরার সহকারী প্রকৌশলী আহসান হাবীব, সাবস্টেশন পাওয়ার সেল, ঢাকার সহকারী প্রকৌশলী শাহ আলম, ভারপ্রাপ্ত রিটেইনার প্রকৌশলী আব্দুর রহমান, এসটেকিং ইঞ্জিনিয়ার গোবিন্দ বিশ্বাস, জুনিয়র ইঞ্জিনিয়ার রাসেল কবির, লোকমান হোসেন, আশরাফুল আলম প্রমুখ।
All rights reserved © Satkhira Vision