কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় বিদ্যুৎস্পৃষ্টে টাইলস মিস্ত্রি নাজমুল হোসেন(২৫) এর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার বিকেল ৪টার দিকে কলারোয়ার তুলশিডাঙ্গাস্থ আলিয়া মাদরাসার পাশে জনৈক সাঈদের দ্বিতল ভবনে কাজ করার সময় এ দূর্ঘটনা ঘটে।
নাজমুল হোসেন বাঁটরা গ্রামের আব্দুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নাজমুল হোসেন ওই ভবনে সকাল থেকে কাজ করছিলো। বিকেল ৪টার দিকে অসাবধানতাবশত ভবনের গা ঘেসে যাওয়া বিদ্যুতের মেইন তারের স্পর্ষ হয়ে ২য় তলা থেকে নিচে পড়ে যায়। গুরুতর আহতাবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত কলারোয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা.শফিকুল ইসলাম তাকে মৃত ঘোষনা করেন।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ আহমেদ নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in