Spread the love

বিশেষ প্রতিনিধি: মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও দুর্ঘটনা এড়াতে এবং ট্রাফিক আইন মানতে জেলাব্যাপী সব ফিলিং স্টেশনকে হেলমেট বিহীন চালকদের তেল দিতে নিষেধ করেছেন সাতক্ষীরা পুলিশ সুপার সাজ্জাদুর রহমান।

এজন্য ‘হেলমেট নেই তো তেল নেই’ স্লোগান সম্বলিত ব্যানার ঝুলিয়ে দেয়া হয়েছে জেলা ও উপজেলার প্রত্যেক পেট্রলপাম্পে। 

পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সাতক্ষীরা শহরের একটি ফিলিং স্টেশনে মটরসাইকেলে পেট্রল  নিতে এসে সাংবাদিক মেহেদী আলী সুজয় বলেন, জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সুন্দর একটি উদ্যোগ নেয়া হয়েছে। দুর্ঘটনা ঘটলেও মাথায় হেলমেট থাকার কারনে অনেক রক্ষা পাওয়া  যায়। 

কলারোয়ার সোনালী ফিলিং স্টেশনের মালিক মনিরুল ইসলাম বলেন, প্রশাসনের নির্দেশনা পাওয়ার পর হেলমেটবিহীন কোনো মটরসাইকেল চালককে আমরা তেল দিচ্ছি না।

অতিরিক্ত পুলিশ সুপার(সাতক্ষীরা সদর সার্কেল) মেরিনা আক্তার বলেন, হেলমেটবিহীন কোনো চালককে তেল না দেওয়ার জন্য পুলিশ সুপার সাজ্জাদুর রহমান স্যার প্রত্যেক ফিলিং স্টেশনকে নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশনা অনুযায়ী কাজ করছেন ফিলিং স্টেশনের মালিকেরা। হেলমেট থাকলে একদিকে যেমন তার জীবন রক্ষা পাবে অন্যদিকে ট্রাফিক আইন মানা হবে। জনসচেতনতা বৃদ্ধির জন্য এই উদ্যোগ নেয়া হয়েছে।