নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার পাটকেলঘাটা থানার নগরঘাটা গ্রামে মেয়ে টুম্পা খাতুন (২৭) এর হাতে থাকা লোহার রডের আঘাতে মায়ের মৃত্যু হয়েছে।
সোমবার রাত সাড়ে ৯টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
নিহত মমতাজ বেগম (৫০) নগরঘাটা গ্রামের আব্দুস সবুরের স্ত্রী।
স্থানীয়রা জানান, সোমবার দুপুরে স্বামী পরিত্যক্তা টুম্পা খাতুন ও তার মা মমতাজ বেগমের মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে লোহার রড দিয়ে মায়ের মাথায় সজোরে আঘাত করে টুম্পা খাতুন। এতে মমতাজ বেগম জ্ঞান হারিয়ে ফেলেন।
পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতালে ও পরে খুলনার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানেই তিনি মারা যান।
সহকারী পুলিশ সুপার(তালা সার্কেল) অপু সরোয়ার বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।