কলারোয়া প্রতিনিধি: কলারোয়া উপজেলা পরিষদ চত্বরে নির্মিত সাইকেল শেডটি উদ্বোধন করা হয়েছে।
সোমবার বেলা ১২টার দিকে নব-নির্মিত সাইকেল শেডটি উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।
এসময় উপস্থিত ছিলেন, বিদায়ী ইউএনও মনিরা পারভীন, কুশোডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসলামুল আলম আসলাম, ইউএনও অফিসের অফিস সুপার রায়হান উদ্দীন, বেঞ্চ সহকারী এমএ মান্নান, মাহবুবুর রহমান।
উল্লেখ্য, তালা-কলারোয়ার সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহর বরাদ্দকৃত অর্থ ও সাতক্ষীরা জেলা প্রশাসক ইফতেখার হোসেনের নির্দেশনায় উপজেলা পরিষদের এ সাইকেল শেডটি নির্মিত হয়েছে।