দেবহাটা প্রতিনিধি: উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ আল-আসাদের সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মান্নান আলী, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, কুলিয়া ইউপি প্যানেল চেয়ারম্যান আছাদুল ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল ওহাব প্রমূখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার বদরুজ্জামান, কৃষি অফিসার জসিম উদ্দীন, প্রাণী সম্পদ অফিসার বিষ্ণু পদ বিশ্বাস, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই, প্রাথমিক শিক্ষা অফিসার প্রণব কুমার মল্লিক, মহিলা বিষয়ক অফিসার নাজমুন নাহার, সরকারি মডেল পাইলট হাইস্কুলর প্রধান শিক্ষক মদন মোহন পালসহ সকল সদস্যবৃন্দ।
সভায় কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যানকে গুলি করে ও কুপিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।