Spread the love

কলারোয়া প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (অনূর্ধ্ব-১৭) উপজেলা শিরোপা জয় করেছে কলারোয়ার কয়লা ইউনিয়ন পরিষদ।

রোববার বিকেলে কলারোয়া ফুটবল ময়দানে উপজেলা প্রশাসন আয়োজিত এ টুর্নামেন্টের ফাইনাল খেলায় কয়লা ১-০ গোলে কলারোয়া পৌরসভা দলকে পরাজিত করে এ শিরোপা অর্জন করে। প্রথমার্ধ্বে জয়সূচক গোলটি করেন বিজয়ী দলের ফরোয়ার্ড সাইফুল। খেলার দ্বিতীয়ার্ধ্ব গোলশূন্য ছিলো।

ফাইনাল খেলাটি পরিচালনা করেন রেফারি মাসউদ পারভেজ মিলন, মোশারফ হোসেন, আবু সাঈদ ও রাশেদুল ইসলাম। ধারাভাষ্যে ছিলেন ক্রীড়া ব্যক্তিত্ব শেখ শাহাজাহান আলি শাহিন ও প্রভাষক রফিকুল ইসলাম। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করা হয়। বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়াম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ শেখ মারুফ আহম্মদ. উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরাফাত হোসেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কলারোয়া পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মনিরুজ্জামান বুলবুল, কয়লা ইউপি চেয়ারম্যান শেখ ইমরান হোসেন, ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, পাবলিক ইনস্টিটিউট’র সাধারণ সম্পাদক এড. শেখ কামাল রেজা, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, ক্রীড়া সংগঠক মিয়া ফারুক হোসেন স্বপন, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, ক্রীড়া ব্যক্তিত রেজাউল করিম লাভলু, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাংবাদিক আকবর আলি প্রমুখ।