তাদের আস্থার প্রতীক এখন ফিরোজ আহম্মেদ স্বপন।
তাদের বক্তব্য- স্বপনই ২০১৩ সালে জামাত-বিএনপির তান্ডব দমন করেছে একক নেতৃত্বে। জীবনের ঝুকি নিয়ে সেসময় কলারোয়াকে রক্ষা করেছেন। তার জনপ্রিয়তা এবং বুদ্ধিমত্তার ফলশ্রুতিতে স্বাধীনতার পর এই প্রথম বারের মত ১২টি ইউনিয়নের প্রাথীরা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আর পৌরসভার ১২জন দলীয় কাউন্সিলর নির্বাচিত করে দলকে অতীতের সকল সময়ের চেয়ে সু-সংগঠিত করেছেন।
তৃণমূলের নেতাকর্মীরা বলছেন- উপজেলা সদাহাস্য, কর্মিবান্ধব আচরণ ও বাকপটুতা আর অনলবর্ষী বক্ততৃতায় তালা- কলারোয়ার মানুষ অভিভূত। শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ড জনগণের সামনে তুলে ধরে তার সাজানো গোছানো উপস্থাপনে মানুষ মুগ্ধ হয়।
তালা উপজেলাল ১২টি ইউনিয়নের দলীয় সিংহভাগ নেতাকর্মীরাই ফিরোজ আহম্মেদ স্বপনকে যোগ্য প্রার্থী হিসেবে মনে করছেন।
তারা মন্তব্য করেন- অন্য প্রার্থীরা এলাকায় থাকে না, শুধু নির্বাচনের সময় মাঠে নামেন, বাকী সময় ঢাকায় থাকেন। সেখানে ফিরোজ আহম্মেদ স্বপন থাকেন এলাকাতে। সুতরাং
আওয়ামীলীগের মনোনয়ন পাওয়ার যোগ্যতায় ফিরোজ আহম্মেদ স্বপনই এগিয়ে ও জনপ্রিয়তার শীর্ষে। জননেত্রী শেখ হাসিনা এলাকার জনমত যাচাইপূর্বক তাকে মনোনয়ন দিলে নৌকার বিজয় সুনিশ্চিত হবে বলে মনে করছেন তারা।