এসভি ডেস্ক: ভারতে আট ব্যক্তির গণধর্ষণের শিকার হয়ে একটি অন্তঃসত্ত্বা ছাগলের প্রাণহানী ঘটেছে। হরিয়ানা রাজ্যে এই ঘটনা ঘটেছে।
স্থানীয় গণমাধ্যমগুলোতে বলা হয়েছে, গত ২৬ জুলাই, ছাগলের মালিক পুলিশ থানায় অভিযোগ করেন, তার পোষা গর্ভবতী ছাগল নিখোঁজ। পরবর্তীতে ছাগলটির মৃতদেহ মিললে তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
ছাগলটির মালিক আসলুর অভিযোগ, ২৫ জুলাই, সেবাকর, হারুন, জাফর ও আরও পাঁচজন তাঁর ছাগলটিকে গণধর্ষণ করে। অভিযুক্তদের আটক করতে তৎপর পুলিশ। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অভিযুক্তরা সকলেই মদ্যপান করেছিল। বেহুঁশ অবস্থাতেই এই ঘটনাটি ঘটিয়েছে।
স্থানীয় নাগিনা পুলিশ থানার এসআই রাজবীর সিং জানান, আসলু আমাদের কাছে এসে ওই আটজনের নামে অভিযোগ দায়ের করেছে। মোট আটজনের নামে অভিযোগ দায়ের হয়েছে।
উল্লেখ্য, ভারতী প্রাণীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের ঘটনা নতুন নয়। কয়েকদিন আগে কলকাতার লেকটাউনে একটি কুকুরকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছিল এক ব্যক্তির বিরুদ্ধে।