দেবহাটা প্রতিনিধি: ভ্যানের সাইট দেওয়াকে কেন্দ্র করে এক অসহায় ইঞ্জিন ভ্যান চালককে পিটিয়ে জখম করার ঘটনা ঘটেছে।
শুক্রবার সকাল ৭টার দিকে দেবহাটার ধোপাডাঙ্গা মোড়ে এ ঘটনা ঘটে।
জানা যায়, শুক্রবার সকালে ধোপাডাঙ্গা মোড়ে টাউনশ্রীপুর গ্রামের মৃত আবুল খায়েরের ছেলে ইঞ্জিন ভ্যান চালক রেজাউল ইসলাম জীবিকা নির্বাহের জন্য প্রতিদিনের ন্যায় ভ্যান নিয়ে আসলে উত্তর সখিপুর গ্রামের আমিরুল গাজীর ছেলে আবু রায়হানের সাথে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে আবু রায়হান উত্তেজিত হয়ে অসহায় ভ্যান চালক রেজাউল ইসলামকে এলোপাতাড়ি ভাবে মারপিট করে। এসময় রেজাউল জ্ঞান হারিয়ে ফেললে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এঘটনায় রেজাউল ইসলাম বাদী হয়ে দেবহাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।