কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া বাজারের চারটি ফার্নিচারের দোকান আগুনে পুড়ে ছায় হয়ে গেছে।
খবর পেয়ে সাতক্ষীরা থেকে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত চারটি দোকান হলো নাইমা ফার্নিচার, আকরাম ফার্নিচার, খালেক ফার্নিচার ও গাজী বেডিং হাউজ।
শুক্রবার ভোরে কলারোয়া বাজারের বলফিল্ড সংলগ্ন সড়কের পাশে অবস্থিত চারটি দোকানে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত গাজী বেডিং হাউজ এর মালিক সাইদুল ইসলাম বলেন, শুক্রবার ফজরের নামাজের পর কোনো একটি দোকান থেকে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন লেগে চারটি দোকান ভস্মীভূত হয়। এতে ক্ষতি হয়েছে প্রায় ৩০ লক্ষ টাকার মালামাল।
সাতক্ষীরা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক নজরুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে যেয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে পৌঁছানোর আগেই চারটি দোকান পুড়ে যায়।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ আহমেদ জানান, অগ্নিকান্ডে ৩টি ফার্নিচার ও ১টি বেডিং হাউজ দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/comsatkhira/public_html/wp-includes/functions.php on line 5608caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/comsatkhira/public_html/wp-includes/functions.php on line 5608