March 1, 2021, 7:57 pm
শেখ খায়রুল ইসলাম: সাতক্ষীরা সদরের বল্লী ইউনিয়নের ৫ম শ্রেণিতে পড়ুয়া ছাত্র-ছাত্রীদের মডেল টেস্ট পরীক্ষা শুরু হয়েছে।
বৃহঃ বার সকাল সাড়ে ১০ টায় বল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ওই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ইউনিয়নের ৮ টি প্রাথমিক বিদ্যালয় থেকে যথাক্রমে বল্লী ৩১, মুকুন্দপুর ৩৪, রায়পুর ৩০, ঘরচালা ২৫, আমতলা ১০, রঘুনাথপুর ২৫, কাঁঠালতলা ১৯, ভাটপাড়া ১৭ জন ছাত্র-ছাত্রী এ বছর বল্লী ইউনিয়নে মোট ১৯১ জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশ গ্রহন করেছে বলে কেন্দ্র সচিব বিষয়টি নিশ্চিত করেছেন।
পরীক্ষা কেন্দ্রে হল সুপারের দায়িত্ব পালন করেন ভাটপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু নিরনজ্জন কুমার। কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন বল্লী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আসমা আক্তার।
এছাড়া উক্ত পরীক্ষা কেন্দ্রে আটটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও একজন সহকারি শিক্ষক দ্বায়িত্ব পালন করেন। পরীক্ষা কেন্দ্রে সকাল সাড়ে ১০ টা থেকে দেরটা পর্যন্ত প্রথম দিন ইংরেজী পরীক্ষা শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়।
All rights reserved © Satkhira Vision