February 27, 2021, 6:31 pm
তৌহিদুল হক তৌহিদ: সাতক্ষীরা সদরের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মঙ্গলবার দুপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, খুলনা অঞ্চলের উপপরিচালক নিভা রানী পাঠক আকষ্মিক পরিদর্শন করেন।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, সহকারী পরিচালক ইমরান আলী, জেলা শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন, জেলা সহকারী শিক্ষা অফিসার অলোক কুমার তলফদার প্রমুখ।
পরিদর্শনকালে বিদ্যালয়টির শতভাগ সাফল্যের জন্য সন্তুষ্টি হয়ে ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়া ৪৭তম স্কুল-মাদ্রাসার ফুটবল প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন তিনি।
আরো উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুর রউফ, প্রধান শিক্ষক হারাণ চন্দ্র সরকারসহ সকল শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ।
All rights reserved © Satkhira Vision