কলারোয়া প্রতিনিধি: স্বামী-স্ত্রীর ঝগড়া থামাতে যেয়ে রক্তাক্ত হয়ে হাসপাতালে প্রতিবেশি জাকির হোসেন।
কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের কাদপুরে গ্রামে এঘটনা ঘটে।
আহত জাকির হোসেন ওই গ্রামের গফফার সরদারের ছেলে।
এ ঘটনায় জাকিরের শ্বশুর একই গ্রামের মৃত অহেদ আলীর ছেলে বীর মুক্তিযোদ্ধা নূর হোসেন বাদি হয়ে কলারোয়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২ সেপ্টেম্বর রাত ১০টার দিকে জাকিরের প্রতিবেশি মোহাম্মদ আলী গাজীর ছেলে মিন্টু তার স্ত্রী আছিয়া খাতুনকে বেধড়ক মারপিট করতে থাকলে নিজের জীবন বাঁচাতে চিৎকার করে আছিয়া খাতুন ছুটে আসে জাকিরের বাড়ির উঠানে। সেসময় জাকির তাদের ঝগড়া, মারপিট থামাতে এগিয়ে গেলে মিন্টু ও তার ভাই রুবেল তাকে (জাকির)কে বেধরক মারপিট করে। তখন রক্তাক্ত অবস্থায় এলাকাবাসী জাকিরকে উদ্ধার করে কলারোয়া হাসপাতালে ভর্তি করে।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ আহম্মদ জানান, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হচ্ছে।