Spread the love

নিজস্ব প্রতিনিধি: সারাদেশের ন্যায় সাতক্ষীরায় সড়ক ও পরিবহণ সেক্টরে শৃংখলা ফিরিয়ে আনা, সড়কের নিরাপত্তা বজায় রাখাসহ সড়ক দুর্ঘটনা কমিয়ে আনার লক্ষ্যে মোটরযানের উপর ধারাবাহিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রেখেছে সাতক্ষীরা জেলা প্রশাসন ও বিআরটিএ।

সোমবার বিকালে শহরের বাঁকাল এলাকায় মোটরযান অধ্যাদেশ ১৯৮৩ এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি চালক, যাত্রি ও পথচারীদের উদ্দ্যেশ্যে সচেতনতা বৃদ্ধিমুলক পরামর্শ প্রদান করাসহ লিফলেট বিতারণ করা হয়।

জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সমন্বয়ে জেলা শহরের বাঁকাল এলাকায় মোটরযান আইনের ১৯৮৩ এর বিভিন্ন ধারা ভঙ্গের অভিযোগে মোট ৭টি মামলার বিপরীতে ৬৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।