শহর প্রতিনিধি: সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম এন্তাজ আলীর বড় ছেলে মাহমুদ আলী সুমন হৃদরোগে আক্রান্ত হয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিজ বাড়িতে আকস্মিক হৃদরোগে আক্রান্ত হলে তাকে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা।
এদিকে মাহমুদ আলী সুমনের অসুস্থতার খবরে সোমবার রাতে হাসপাতালে ছুটে যান সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবুসহ অন্যন্য নেতৃবৃন্দ। এসময় তিনি অসুস্থ সুমনের সার্বিক খোঁজ খবর নেন এবং তার আশু রোগমুক্তি কামনা করেন।