রোববার সকাল ১১টায় সদর সাতক্ষীরা সদর সার্বজনীন পূজা মন্দিরের(কাটিয়া কর্মকারপাড়া) আয়োজনে শ্রী শ্রী ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্দিরের উপদেষ্টা সাবেক শিক্ষাকর্মকর্তা কিশোরীমোহন সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার(সাতক্ষীরা সদর সার্কেল) মেরিনা আক্তার, দৈনিক কালের চিত্রের সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম শওকত হোসেন, সাধারণ সম্পাদক শাহাজান আলী, এড. অনিত মুখার্জী ।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মন্দির কমিটির সাধারণ সম্পাদক কিরন্ময় সরকার। অনুষ্ঠানের শুরুতে গীতা পাঠ করেন নিশিকান্ত ব্যানার্জী। আলোচনাসভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।