এসভি ডেস্ক: বর্তমান পাকিস্তান সরকারে কার্যক্রম নিয়ে দেশের গণমাধ্যমকে সমালোচনা করতে অন্তত আগামী তিনটি মাস অপেক্ষা করতে অনুরোধ করেছেন ক্ষমতাসীন তেহরিক-ই-ইনসাফ পার্টির প্রধান ও প্রধানমন্ত্রী ইমরান খান।
শুক্রবার (৩১ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিভিন্ন টেলিভিশনের অ্যাংকরদের সঙ্গে আলোচনা শেষে তিনি এ অনুরোধ জানান।
ইমরান খান বলেন, তার আগে ক্ষমতায় থাকা পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের রেখে যাওয়া আন্তর্জাতিক চুক্তিগুলো পুনর্বিবেচনা করবে তার সরকার। তাই এজন্য সরকারের পারফরমেন্স নিয়ে সমালোচনায় নামার আগে অন্তত তিনটি মাস অপেক্ষা করুন। এই তিন মাসের মধ্যে বর্তমানে যেভাবে সরকার পরিচালিত হচ্ছে, তা ব্যাপকভাবে বদলে যাবে।
এদিকে বিষয়টি নিয়ে পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী জানান, তার আগের সরকারের চুক্তিগুলো বাতিল করে দেয়ার কথা বলেননি ইমরান খান।
বিগত সরকারের যে সব চুক্তি রয়েছে তা পুনর্বিবেচনা করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী।
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/comsatkhira/public_html/wp-includes/functions.php on line 5664caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/comsatkhira/public_html/wp-includes/functions.php on line 5664