বিশেষ প্রতিনিধি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মোঃ মোশতাক হাসান, এসডিসি সাতক্ষীরার ৪টি সরকারি হাসপাতাল পরিদর্শন করেন।
শুক্রবার দুপুরে তিনি যশোর থেকে সাতক্ষীরায় পৌঁছান। পরিদর্শনকালে তিনি সাতক্ষীরা সদর হাসপাতালকে ২০৫ শয্যায় উন্নত করণ, অবকাঠামোগত উন্নয়ন, চিকিৎসক ও জনবল বৃদ্ধি সহ স্বাস্থ্যখাতে বিভিন্ন ধরনের উন্নয়নের আশ্বাস প্রদান করেন।
জানা যায়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের একটি পরিদর্শন দল পর্যায়ক্রমে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সাতক্ষীরা মেডিকেল কলেজ, সাতক্ষীরা সদর হাসপাতাল ও তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এ সময় তিনি জেলার স্বাস্থ্য কর্মকর্তাগণের সাথে মতবিনিময় করেন।