কুশখালী প্রতিনিধি: সাতক্ষীরা সদরের বাউকোলা এলাকায় বাড়ীর ছাদের উপরের গাছের ডাল কাটাকে কেন্দ্র করে লোহার রড ও হাতুড়ি দিয়ে আজমল হোসেন ও তৈয়ব আলী কে পিটিয়ে জখম করেছে বাউকোলা গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে হাফিজুল ইসলাম ও তার সাঙ্গপাঙ্গরা।
রোববার সন্ধা সাড়ে সাতটায় দিকে এ ঘটনা ঘটে।
এ হামলায় তৈয়বুর রহমান ৪ টি দাঁত হারিয়ে মারাত্মক জখম হয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন ।
এ ঘটনায় বাউকোলা গ্রামের মিজানুর রহমানের ছেলে সজিবুর রহমান বাদি হয়ে সাতক্ষীরা থানায় ৭ জনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দিয়েছেন।
অভিযুক্তরা হলেন, বাউকোলা গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে হাফিজুল ইসলাম, একই গ্রামের মৃত মোসলউদ্দীনের ছেলে মনিরুল ইসলাম ,গোলাম মোস্তফার দুই ছেলে সবুজ ও আফজাল হোসেন , ইয়াইয়া সরদারের ছেলে রিপন , মনিরুল ইসলামের ছেলে নাঈম ও মো: পন্ডিত ।
সাতক্ষীরা থানার এসআই অনুপ কুমার বলেন, এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।