নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার বড়বাজারে ট্যাক্স ফোর্সের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল জব্দ করা হয়েছে।
রোববার দুপুরে শহরের সুলতানপুর বড়বাজার ডেভিট খান সিটি মার্কেট থেকে ওই মালামালগুলো জব্দ করা হয়।
জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় গুড়া দুধ, চিনি, স্যান্ডেল, সাবান, তেল, কসমেটিকসসহ বিপুল পরিমাণ বিভিন্ন ধরনের মালামাল।
বিজিবি ও পুলিশের সমন্বয়ে গঠিত উক্ত টাক্সফোর্স অভিযানের নেতৃত্ব দেন সাতক্ষীরা ৩৩ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল সরকার মোঃ মোস্তাফিজুর রহমান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তালেব।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তালেব বলেন, বিজিবি’র দেয়া গোপন তথ্যের ভিত্তিতে শহরের বড়বাজারে অভিযান চালানো হয়।
সাতক্ষীরার ৩৩ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল সরকার মোঃ মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযান এখনো চলছে। অভিযান শেষে মালামাল বের করে তার দাম নির্ধারণ করা হবে।