Spread the love
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদরের সাতানী ভাদড়া স্কুল এন্ড কলেজের ৭৫ বছর পূর্তিতে প্লাটিনাম জুবিলি উপলক্ষে ঈদ পূনর্মিলন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধার পর সাতানী ভাদড়া স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে চাইল্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের পরিচালক আলহাজ্ব আজগর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, বীর মুক্তিযোদ্ধা হাসানুজ্জামান, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডাঃ মনোয়ার হোসেন, সাবেক শিক্ষক উদয় নারায়ন, মাহফুজুর রহমান, জমির উদ্দীন প্রমূখ।
এর আগে সকালে শিক্ষার্থীদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ফ্রি মেডিকেল ক্যাম্প, প্রাক্তন শিক্ষার্থীদের সমন্ময়ে রালি, ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শেখ জাহিদ হোসেন।