বল্লী প্রতিনিধি: শনিবার বিকাল ৪ টায় সাতক্ষীরা সদরের বল্লী ইউঃ আঃলীগসহ সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে বল্লী ইউঃ পরিষদ হল রুমে ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় ইউঃ আঃলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বজলুর রহমানের সভাপতিত্বে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ নেতা সাংবাদিক খায়রুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন ইউঃ আঃলীগ সাধারণ সম্পাঃ ও জেলা পরিষদ সদস্য ওবায়দুর রহমান লাল্টু, বীর মুক্তিযোদ্ধা নেছার আলী।
উপস্থিত ছিলেন ইউঃ আঃলীগ সহ-সভাপতি মোসলেম ঢালি, আলহাজ্ব মতিয়ার রহমান মোড়ল, ইউঃ যুগ্ন সাধারণ সম্পাদক মোজাম সরদার, সাংগঠনিক সম্পাদক আকবার আলী, ফারুক হোসেন, ওয়ার্ড আঃলীগের সভাপতি নূর ইসলাম, আব্দুর গফুর, আঃ মাজেদ, ইরাদ আলী, সাধারন সম্পাঃ বাবুর আলী, আঃ মুজিদ গাজি, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের মিলন রায়, তাজ উদ্দীন, যুবলীগ নেতা মুকুলসহ বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ। সভায় দিন ব্যাপি শোক দিবসের বিভিন্ন কর্ম সূচি, শোক দিবসের পতাকা ও জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, মিলাদ মাহফিল, দুস্থ্য ও অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।