February 27, 2021, 6:45 am
কলারোয়া প্রতিনিধি: কলারোয়া সীমান্তে সেলিম হোসেন(২৩) নামে এক বাংলাদেশি যুবককে আটক করেছে বিজিবি।
ভারত থেকে অবৈধ ভাবে বাংলাদেশে আসায় তাকে আটক করা হয়। আটককৃত সেলিম হোসেন সাতক্ষীরার কালিগঞ্জ থানার নলতা গ্রামের খাজা ময়নুদ্দীন কারিগরের ছেলে। সে ইতোপূর্বে অবৈভাবে বাংলাদেশ হতে ভারতে প্রবেশ করে।
ভারতে কাজ শেষে শুক্রবার সন্ধ্যার দিকে কলারোয়ার ভদিয়ালী সীমান্তের মেইন পিলার ১৩/৩ এস এর ৭ আরবির জিরো পয়েন্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এ সময় সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা তাকে আটক করে। পরে তার কাছে বৈধ কাগজপত্র দেখতে চাইলে সে ব্যর্থ হয়। এঘটনায় মাদরা বিওপির হাবিলদার শহিদুল ইসলাম বাদী হয়ে কলারোয়া থানায় একটি মামলা ৯(৮)১৮ দায়ের করেন।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মারুফ আহম্মদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান-সেলিম হোসেনকে শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
All rights reserved © Satkhira Vision