Spread the love

এসভি ডেস্ক: ১২০০ পিচ ইয়াবা সহ আটক তিন মাদক ব্যাবসায়ীকে আটক করেছে সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশ।

বুধবার সকালে পদ্মশাখরা এলাকায় আসা সমিতির সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃত মাদক ব্যাবসায়ীরা হলেন, আলীপুর ইউনিয়ন আওমীলীগের সভাপতি ময়ুর ডাক্তারের ছেলে দুর্ধর্ষ ছিনতাইকারী মোহন (৩২), একই উপজেলায় রঘুনাথপুর গ্রামের সঞ্জয় মোড়লের ছেলে দ্বীপ (৩৩) ও বৈচনা গ্রামের মাহমুদ আলী গাজীর ছেলে আসাদুল ইসলাম (২৮)।  

গোয়েন্দা পুলিশের পরিদর্শক শাহরিয়ার হাসান জানান, পুলিশ সুপার সাজ্জাদুর রহমান মহোদয় ও গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ আলী আহম্মেদ হাশেমীর নির্দেশনা মোতাবেক মাদকের একটি বড় চালান দেশের ভিতরে আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি টহল দল অভিযান চালায়। 

শাখরা সীমান্তে আশা সমিতির মোড় এলাকা থেকে তিন জনকে আটক করে তাদের চ্যালেঞ্জ করা হয়। এরপর তাদের দেহ তল্লাশী করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১২০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। 

আটকৃতদের মাদক দ্রব্য আইনে মামলা করা হয়েছে এবং আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।