আশাশুনি প্রতিনিধি: বুধবার দুপুরে আশাশুনি থানা চত্বরে অনুষ্ঠিত চৌকিদার প্যরেডে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার নাথ আশাশুনি থানা পুলিশের পক্ষ থেকে গ্রাম পুলিশ সদস্যদের মাঝে পরিবেশের ভারসাম্য রক্ষাকারী বিভিন্ন ধরণের ফলজ-বনজ গাছের চারা বিতরণ করেন।
পরবর্তীতে আশাশুনি মাধ্যমিক বিদ্যায়ের কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ধরনের ফলজ-বনজ গাছের চারা বিতরণসহ শিক্ষার্থীদের প্রতি হৃদয় নিংড়ানো ভালোবাসা প্রকাশ করেন। এই সময় থানার অন্যান্য অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।