এসভি ডেস্ক: টুইট বার্তায় উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোরিয়ান যুদ্ধের সময় কর্মরত আমেরিকানদের অবশিষ্ট লাশ ও দেহাবশেষগুলো সম্প্রতি ৫৫টি বাক্সে করে আমেরিকায় ফেরত পাঠায় উত্তর কোরিয়া।
ট্রাম্পকে এ বিষয়ে আগেই কথা দিয়েছিলেন কিম জং উন। কথা রাখায় কৃতজ্ঞতা প্রকাশ করে ট্রাম্প টুইটারে লিখেছেন ‘কিম জং উনকে ধন্যবাদ আমাদের ভালবাসার মানুষগুলোকে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করায়। তিনি তাঁর কথা রেখেছেন।’
উল্লেখ্য, এ বিষয়ে ট্রাম্প ও কিম জং উন সিঙ্গাপুরে দ্বি-পাক্ষিক বৈঠকের সময় নিজেদের মধ্যে আলোচনা করেন। ট্রাম্পের প্রস্তাবে সম্মতি দিয়ে, উত্তর কোরিয়া মূলত তাদের প্রতিশ্রুতি পূরণে এক ধাপ এগিয়ে গেল। দুইদেশের কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে এই ঘটনা ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/comsatkhira/public_html/wp-includes/functions.php on line 5664caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/comsatkhira/public_html/wp-includes/functions.php on line 5664