Spread the love

এসভি ডেস্ক: বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে রাস্তায় নেমে বিক্ষোভ করছেন তারকারাও। শুধুমাত্র ফেসবুকে নয়, এবার রাস্তায়ও নেমেছেন তারা।

বুধবার (১ আগস্ট) বৃষ্টিতে ভিজে সড়কে আন্দোলনরত বেশ কয়েকজন তারকাদের ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, লাক্স তারকা মম, অভিনেতা তৌসিফ, নাদিয়া, নওশীনসহ আরও কয়েকজন অভিনয় শিল্পী আন্দোলনরত ছাত্রদের সঙ্গে পথে নেমেছেন। তারা প্রত্যেকেই বৃষ্টিতে ভিজেছেন। আন্দোলনে সঙ্গ দেয়ার জন্য অনেকেই তাদের ধন্যবাদ জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন।

তৌসিফ মাহবুব ফেসবুকে লেখেন,‘আর চুপ থাকতে পারছি না। শুটিং থেকে পারমিশন নিলাম, দুপুরে নামছি তোমাদের সাথে উত্তরায়। আমার কোনো সহকর্মী ভাই-বোনেরা নামতে চাইলে খুশি হবো।’