কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় ফলদ বৃক্ষ মেলা বাস্তবায়ন কমিটি ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে।
৩০ জুলাই থেকে ৩দিন ব্যাপী অনুষ্ঠিত মেলায় বিভিন্ন প্রজাতির ফলদ গাছের সমাহারে ১৬টি স্টল স্থান পেয়েছে।
আজ বেলা ১১টার দিকে এ উপলক্ষে র্যালী, সেমিনারের আয়োজন করে উপজেলা ফলদ বৃক্ষ মেলা বাস্তবায়ন কমিটি ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
‘অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা, ফলের পুষ্টি যোগাবে নতুন মাত্রা’- শীর্ষক স্লোগান কে সামনে রেখে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ।
উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব এইচএম আরাফাত হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আনোয়ার ময়ন, কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর, কলারোয়া রিপোর্টাস ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, ইউপি চেয়ারম্যান মাস্টার নুরুল ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মহাসীন আলী। সহকারী কৃষি অফিসার আলহাজ্ব আবুল হাসান অনুষ্ঠানটি পরিচালনা করেন। উদ্বোধনী অনুষ্ঠানের আগে উপজেলা পরিষদ থেকে বের হওয়া বর্ণাঢ্য র্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গাছের চারা বিক্রেতা ও উদ্যেক্তা, সাংবাদিক, সুধিজনসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ৩জন শ্রেষ্ঠ কৃষকের মধ্যে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/comsatkhira/public_html/wp-includes/functions.php on line 5608caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/comsatkhira/public_html/wp-includes/functions.php on line 5608