Spread the love

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের নলতা শরীফ মোড়ে  রবিবার বেলা ১২টায় মিনিষ্টার মাই ওয়ান শো রুমের উদ্বোধন করলেন কোম্পানীর ব্রান্ড- এ্যামবাসেডর বিশিষ্ট চিত্র নায়ক ফেরদৌস। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মিনিষ্টার মাই ওয়ানের ডিজিএম এমকে পাপা, দেশ টিভির জেলা প্রতিনিধি শরীফুল্লাহ কায়সার সুমন, চ্যানেল টোয়েন্টি ফোরের সাতক্ষীরা

 

প্রতিনিধি আমিনা বিলকিছ ময়না, মাই ওয়ান ইলেকট্রেনিক্স ইন্ডাষ্টিজ লিঃ এর চেয়ারম্যান এমএ রাজ্জাক খান, নলতা ইউনিয়ন আ‘লীগের সভাপতি আলহাজ্ব আনিছুজ্জামান খোকন, সাংবাদিক সোহরাব হোসেন সবুজ, নলতা শো রুমের মালিক আজমল হোসেন প্রমূখ। এদিকে জনপ্রিয় চিত্র নায়ক ফেরদৌস নলতায় শো রুমের উদ্বোধন করবেন এই সংবাদ শুনে এলাকার শত শত ভক্তবৃন্দের উপছে পড়া ভিড় ছিল লক্ষণীয়।