নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা পুলিশ সুপার সাজ্জাদুর রহমান বলেছেন
৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমাদের এ দেশ স্বাধীন হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী কর্তৃক ঘোষিত ৩০ লক্ষ শহীদের স্মরণে সারা বাংলাদেশে ত্রিশ লক্ষ বৃক্ষ রোপণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে সাতক্ষীরা জেলা পুলিশের উদ্যোগে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের ত্রিশ হাজার চারা রোপণ কর্মসূচি হাতে নেয়া হয়েছে।
তিনি আরো বলেন, পুলিশ জনগণের বন্ধু। আর তাই জনগণকে সাথে নিয়েই জেলার ৮ টি থানার বিভিন্ন স্থানে এই বৃক্ষ রোপণ করা হবে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান মন্ত্রী কর্তৃক ঘোষিত ৩০ লক্ষ শহীদের স্মরণে ত্রিশ লক্ষ বৃক্ষ রোপণ অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা পুলিশ লাইন্স মাঠে কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় পুলিশ সুপার পত্নী ও পুনাক সভানেত্রী আকিদা রহমান নীলা, অতিরিক্ত পুলিশ সুপার কাজী মঈন উদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মেরিনা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার তালা-দেবহাটা সার্কেল অপু সরোয়ার, সহকারী পুলিশ সুপার(কালিগঞ্জ সার্কেল) ইয়াছিন আলী, জেলা বিশেষ শাখার পরিদর্শক আজম খান, জেলার ৮ টি থানার ওসিসহ বিভিন্ন পুলিশ কর্মকর্তাবৃৃৃৃন্দ উপস্থিত ছিলেন।
তিনি অনুষ্ঠান শেষে পুলিশ লাইন্স মাঠে স্বহস্তে গাছের চারা রোপণ করে এ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন।