এস ভি ডেস্ক: টাকা ধার নেয়া-দেয়া খুব স্বাভাবিকব্যাপার। বিপদে-আপদে বা প্রয়োজনে পরিচিতজনেদের কাছ থেকে টাকা ধার নিয়ে থাকি আমরা।বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় টাকা ধার নিয়ে অনেকে সঠিক সময়ে ফেরত দেন না।তখনি হয় বিপত্তি।
কিছু মানুষ আছেন, যাদেরকে টাকা ধার দেবার মত বোকামি আর হতে পারে না। কারণ এদেরকে টাকা ধার দিলে কখনোই ফিরে পাবেন না আপনি। পেলেও সেটার জন্য অনেক ভোগান্তির শিকার হতে হবে।