Spread the love

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদরের ১৪টি ইউনিয়ন ও পৌরসভার ০৯টি ওয়ার্ডে ২০১৩ সালে জামায়াত বিএনপির হাতে নিহত ও আহতদের পরিবারবর্গের মাঝে সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে সৌর বিদ্যুতের সোলার প্যানেল বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরে সদর উপজেলা ডিজিটাল কনফারেন্স রুমে উপজেলা পরিষদের আয়োজনে প্রধান অতিথি হিসেবে এ সৌরবিদ্যুতের সোলার প্যানেল বিতরণ করেন সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু।

এ সময় বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরদাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. হাবিবুর রহমান, ভোমরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গাজী আব্দুল গফুর, ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. রমজান আলী বিশ্বাস, শিবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শওকাত আলী, সৈয়দ রাফিনুর আলী, যুবলীগ নেতা ইসরাইল হোসেন, নাহিদ হাসানসহ সদরের ১৪টি ইউনিয়ন ও পৌরসভার ০৯টি ওয়ার্ডের আওয়ামীলীগ নেতৃবৃন্দ।