এস ভি ডেস্ক: বিশ্বকাপে নিজ দেশের হয়ে মাঠে নামা সব ফুটবলারদের কাছেই স্বপ্নের মতো। কিন্তু এবারের বিশ্বকাপে এক মিনিটের জন্যও দেশের হয়ে খেলা হয়নি তার। প্রথম ম্যাচের পরই দেশে ফিরতে হয় ক্রোয়েশিয়ার ফরোয়ার্ড নিকোলা কালিনিচকে। ২২ স্কোয়াড থাকলেও প্রথমে ২৩ জনের স্কোয়াড নিয়ে শুরু করেছিলো ক্রোয়েশিয়া। পরে একটি ম্যাচও না খেলিয়ে নিকোলাকে দেশে পাঠিয়ে দেন কোচ লাটকে দালিচ।
আর এ জন্যই বিশ্বকাপের রানার্স হওয়ার জন্য ক্রোয়েশিয়ার ফুটবলারদের যে পদক দেওয়া হয়েছে তা নিতে অস্বীকার করেছেন তিনি। ফিফার পদক ফিরিয়ে দেন তিনি। নিকোলা মনে করেন দেশ বিশ্বকাপ ফাইনাল খেললেও তার কোনও অবদান নেই।
নাইজেরিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে তাকে পরিবর্ত হিসাবে নামাতে চেয়েছিলেন কোচ দালিচ। কিন্তু নামতে চাননি কালিনিচ। তার পরই তাকে দল থেকে ছেঁটে ফেলেন ক্রোয়েশিয়ার কোচ।