নিজস্ব প্রতিনিধি: অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম এর অর্থায়নে পরিচালিত বেকার যুবক ও যুব মহিলাদের কর্মসংস্থান তৈরীর লক্ষ্যে সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে পরিচালিত ৪মাস মেয়াদী ১ম ব্যাচের প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করা হয়েছে।
কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) বিনেরপোতা, সাতক্ষীরার আয়োজনে শনিবার বিকাল ৪টায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সভা কক্ষে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মুছাব্বেরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সুইং মেশিন অপারেশন ট্রেডের বিভাগীয় প্রধান মোঃ আনিছুর রহমান, ইলেকট্রিক্যাল ট্রেডের বিভাগীয় প্রধান জনাব মোঃ শহিদুল ইসলাম, আইটি সাপোর্ট সার্ভিসের প্রশিক্ষণার্থী মোঃ ইব্রাহিম খলিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইলেকট্রিক্যাল ইন্সটলেশন এন্ড মেইনটেন্যান্স, আইটি সাপোর্ট সার্ভিস, সুইং মেশিন অপারেশন এবং ওয়েল্ডিং ট্রেডের বিভাগীয় প্রধানগণ ও প্রশিক্ষণার্থী সকল শিক্ষার্থী।
অনুষ্ঠানে প্রধান অতিথি সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন’র বক্তব্যের মাধ্যমে ১ম ব্যাচের প্রশিক্ষণ কোর্সের শুভ সুচনা ঘোষণা করেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ট্রেড সমুহ পরিদর্শন করেন। এ সময় তিনি প্রশিক্ষণরত প্রশিক্ষণার্থীদের সাথে কথা বলেন এবং প্রতিষ্ঠানের বিভিন্ন সুবিধা-অসুবিধা সম্পর্কে জানতে চান।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন অটোক্যাড ট্রেডের বিভাগীয় প্রধান মোঃ চঞ্চল খান।
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/comsatkhira/public_html/wp-includes/functions.php on line 5608caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/comsatkhira/public_html/wp-includes/functions.php on line 5608