শনিবার সকাল ১০ টার দিকে স্কুল যাওয়ার পথে উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের মাজাট গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শফিউল আলম প্রতিকার চেয়ে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, শফিউল আলমের মেয়ে (১৩) মৌতলা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে সপ্তম শ্রেণীতে পড়াশুনা করে। স্কুলে যাওয়া আসার পথে মাজাট গ্রামের শেখ মুজিবর রহমানের বখাটে ছেলে মোস্তাফিজুর রহমান (মুন্না) প্রায়ই তার মেয়েকে উত্যক্ত করে। আজ স্কুলে যাওয়ার পথে ওই যুবক তার মেয়ের গতি রোধ করে এবং ধস্তাধস্তি করে পরনের পোশাক ছিড়ে দেয়। বাড়িতে ফিরে মেয়ে বিষয়টি তার বাবাকে জানায়। এক পর্যায়ে ছাত্রীর বাবা বখাটের বাড়িতে যেয়ে প্রতিবাদ করলে ওই বখাটে তার কয়েকজন বন্ধুকে সাথে নিয়ে শফিউল আলমকে পিটিয়ে গুরুতর জখম করে। এ সময় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজজামান বলেন, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য শ্যামনগর থানাকে বলা হয়েছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন (পিপিএম) বলেন, বখাটে যুবককে আটক করার চেষ্টা অব্যাহত আছে।