এস ভি ডেস্ক: রাজাধানীর রমনা থানায় দায়ের করা নাশকতার দুই মামলায় যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুসহ তিনজনের দুদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (১৯ জুলাই) আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রায়হানুল ইসলাম জামিনের আবেদন নাকচ করে রিমান্ড মঞ্জুর করেন।
আসামিদের মধ্যে টুকুকে রমনা থানার ১৮(২)১৮ মামলায় দুইদিন, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকারকে একই থানার ১৬(২)১৮ মামলায় দুইদিন এবং এনামুল হককে ওই দুই মামলায় একদিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
ইসহাক সরকার ও টুকুকে একটি মামলায় ১০ দিন করে ও এনামুল হককে দুই মামলায় ২০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেছিল রমনা থানা পুলিশ।
আদালতের রমনার থানার জিআরও মাহমুদুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
গত ৮ ফ্রেব্রুয়ারি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অরফানেজ ট্রাস্ট মামলার রায়কে কেন্দ্র করে আসামিদের বিরুদ্ধে শাহবাগ এলাকার চাঁনখারপুল মোড়ে যানবাহন চলাচল বন্ধ, পুলিশের কর্তব্যকাজে বাধা দেওয়া ও পুলিশকে হত্যার উদ্দেশ্যে ইট-পাটকেল নিক্ষেপ করার অভিযোগ আনা হয়।
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/comsatkhira/public_html/wp-includes/functions.php on line 5608caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/comsatkhira/public_html/wp-includes/functions.php on line 5608