February 27, 2021, 7:06 am
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় যুবলীগের সম্মেলনের মাইকিং প্রচারকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে ১২জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বৃহষ্পতিবার (১৯ জুলাই) সন্ধ্যার দিকে উপজেলার বালিয়াডাঙ্গা বাজারে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহষ্পতিবার বিকালে কেঁড়াগাছি ইউনিয়ন যুবলীগের কর্মী সম্মেলন উপলক্ষ্যে ভ্যানযোগে প্রচার মাইক থেকে মেমোরি কার্ড খুলে নেয় জনৈক সেলিম। এ ঘটনার সংবাদ পেয়ে কলারোয়া থেকে উপজেলা যুবলীগের কয়েকজন নেতাকর্মী বালিয়াডাঙ্গা বাজারে গিয়ে বিষয়টি নিয়ে আলাপ-আলোচনা শুরু করে। কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় গ্রুপের গোলাম হোসেন (৩৪), বাদল (৩০), মোস্তাক (৩২), শরীফুল ইসলাম (২৮), মিন্টু (৪৬), সেলিম হোসেন (৩০), ইমামুল (৩২), ময়েন (৩৫)সহ ১০/১২জন যুবলীগ নেতাকর্মী আহত হন।
এর মধ্যে গুরুতর অবস্থায় গোলাম, বাদল, মোস্তাক, শরিফুল ও মিন্টুকে কলারোয়া হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদের স্থানীয় পর্যায়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
All rights reserved © Satkhira Vision